ইসিতে নিবন্ধন আবেদন ‘বাংলাদেশ এলডিপি’র

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে বেরিয়ে যাওয়া অংশ ‘বাংলাদেশ এলডিপি’ নামে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আব্দুল হালিমের কাছে এ আবেদন জমা দেয়।

অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ভাঙন ধরে ২০১৯ সালের শেষের দিকে। তখন আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক করে সদস্য সচিব করা হয় শাহাদাত হোসেন সেলিমকে। চলতি বছর অলি আহমদকে ছেড়ে আরও কয়েকজন নেতা সেলিমদের সঙ্গে যোগ দেন।

 

১৬ বছর আগে ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি থেকে ৩৫ জন সংসদ সদস্য বেরিয়ে এসে অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন করেন। পরে ২০০৮ সালে দলটি ইসির নিবন্ধন পায়।

আবেদনপত্র জমা দেওয়ার পর শাহাদাত হোসেন সেলিম বলেন, ২০১৯ সালে অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যক্রম পরিচালনা করছি। এতদিন একই নামে কার্যক্রম চালালেও নিবন্ধনের জন্য বাংলাদেশ এলডিপি নাম নির্ধারণ করেছি। আমরা চাই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দিক। তিনি আরও বলেন, আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নামে ২০-দলীয় জোটে ছিলাম। এখন আর সেভাবে জোটের অস্তিত্ব নেই। তবে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে যুক্ত হব।