গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। যেদিন ইসরায়েলের প্রতি দ্ব্যর্থহীন সমর্থনের ঘোষণা দেন বাইডেন, সেদিনই আকাশ থেকে ফেলা ইসরায়েলের বোমায় নিহত হন একই পরিবারের ১০ জন, মাটিতে মিশিয়ে দেওয়া হয় আল–জাজিরা ও যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির কার্যালয়ের ১১ তলার একটি ভবন। ধ্বংস করা হয় বেশ কিছু আবাসিক ভবনও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হোয়াইট হাউস জানায়, নতুন করে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত শুরুর পর প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিতীয়বারের মতো কথা বলেছেন। হামাসের রকেট হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার প্রশ্নে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মার্কিন প্রগতিশীল আইনপ্রণেতা, ফিলিস্তিনের অ্যাডভোকেসি গ্রুপসহ বিভিন্ন সংগঠন ফিলিস্তিন প্রশ্নে বাইডেনের নীতিতে হতাশা প্রকাশ করছে। তবে শুধু বাইডেনই নন, ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের সময় অন্য মার্কিন প্রেসিডেন্টদেরও শর্তহীনভাবে ইসরায়েলকে সমর্থন দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে তা তুলে ধরেছে আল–জাজিরা।