ইরানে পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত

ইরানে পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় অব্যাহত রয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরানসহ আন্দোলন ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি শহরে। খবর রয়টার্সের।

গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) তেহরান ও পশ্চিমাঞ্চলীয় মাহাবাদ শহরের রাজপথে নামেন হাজারও আন্দোলনকারী। এদিন সরকার ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। কয়েকটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় এ সময়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে উপস্থিত ছিল নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে দু’পক্ষের মাঝে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

এর আগে, গেলো সপ্তাহে ওড়না দিয়ে পুরো মাথা না ঢাকার অপরাধে মাহশা আমিনিসহ বেশ কয়েকজন নারীকে আটক করে পুলিশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, পোশাক নিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে যান মেঝেতে। তবে তার মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করছে পরিবার ও মানবাধিকার কর্মীরা।

image_pdfimage_print