ইমরান খান সমাজে বিভক্তি তৈরি করছেন: পিএমএল-এন সম্পাদক

পাকিস্তান মুসলিম লীগ – নওয়াজ (পিএমএল-এন) এর সাধারণ সম্পাদক আহসান ইকবাল বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান মেরুপ্রবণ ব্যক্তি। তিনি সমাজে বিভক্তি তৈরি করছেন। সোমবার (১৯ এপ্রিল) তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়াহু ফাইন্যান্স।

আহসান ইকবাল আরো বলেন, যখন রাষ্ট্রের প্রধান সমাজে বিভক্তি তৈরি করেন তখন কোনো মানুষ, কোনো দল এবং কোনো নেতা এককভাবে জাতীয় সমস্যার সমাধান করতে পারে না।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ধর্মীয় উগ্রবাদী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। টিএলপি নেতা সাহ হুসাইন রিজভীকে সম্প্রতি আটক করে পাকিস্তান সরকার। এরপরেই দেশ জুড়ে সহিংস বিক্ষোভে নামে টিএলপি কর্মীরা। ফলশ্রুতিতে দলটিকে নিষিদ্ধ করা হয়।

ইকবাল আরো বলেন, যদি ইমরান খানের সরকার সমস্যা সমাধানে আন্তরিক হতো তাহলে কোনও পরামর্শ ছাড়াই দেশটির রাষ্ট্রদূতকে জাতীয় সংসদে বহিষ্কার করার বিষয়টি বিবেচনা করা হতো।

তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান একটি কঠোর ধর্মীয় গোষ্ঠী। পাকিস্তান জুড়ে ব্যাপক মানুষ তাদের অনুসরণ করে। টিএলপি ফরাসি সংবাদপত্র চার্লি হেড্ডো-তে প্রকাশিত নিন্দনীয় ক্যারিক্যাচারের কারণে পাকিস্তান থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশে পাঠানো এবং ফ্রান্স থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার দাবি করছে।