ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর একযুগ পরে প্রথমবারের মতো বহির্বিভাগের রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ঐকান্তিক প্রচেষ্টায় এ পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম. মতিউর রহমান।

নুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান, ডা. আমিন উল ইসলাম, ডা. নিয়াজ মাহামুদ, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক দুলাল ও আব্দুল আজিজ হাওলাদার প্রমুখ।

এসময় আব্দুল মান্নান মৃধা নামের এক রোগীর হাতে ওষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ২৯ ধরনের ওষুধ বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ওষুধ দেওয়া হবে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন জানান, ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করা হয়। সে সময় থেকে এ হাসপাতালটিতে আবাসিক চিকিৎসা ব্যবস্থা বন্ধ রয়েছে। শুধু মাত্র আউটডোরে ব্যবস্থা পত্র দেওয়া হতো এখানে আগত রোগীদের। হাসপাতালটির দৈন্যদশা দেখে আনোয়ার হোসেন মঞ্জু এখানে একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। যার কাজ চলমান রয়েছে। হাসপাতালে আগত রোগীদের ব্যবস্থাপত্রের সাথে এখন থেকে ওষুধ দেওয়া শুরু হয়েছে তার চেষ্টায়। হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।