ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলো রাশিয়া

ইউক্রেনের একাধিক অঞ্চল থেকে পিছু হটছে শুরু করেছে রাশিয়ার সেনারা। অন্যদিকে পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। ফলে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পুতিন প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে এবার নতুন কমান্ডারের নাম ঘোষণা করলো রাশিয়া।

শনিবার (৯ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান বাহিনীর সামগ্রিক কমান্ডার হিসাবে বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনকে নাম ঘোষণা করেছে।

শনিবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের পরপরই নতুন কমান্ডার নিয়োগের খবর এলো। তবে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো।

এদিকে চলতি সপ্তাহেই ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে। ফলে বিমানবাহিনী পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এ নতুন কমান্ডার সের্গেই সুরোভিকিনকে গুরুত্বের সাথেই দেখছে মস্কো। তার নেতৃতে আবার ঘুরে দাঁড়াবে রাশিয়া, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের।

এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি এক সপ্তাহের ব্যবধানে মস্কোর তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ।

এর আগে রাশিয়ার পাঁচটি সামরিক অঞ্চলের মধ্যে দু’জনের কমান্ডারকে এই সপ্তাহের শুরুতে বরখাস্ত করা হয়। তাদের স্থলাভিষিক্ত হন নতুন দুই কর্মকর্তা।

ইউক্রেন যুদ্ধে শেষ কয়েক সপ্তাহে দখল করা অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন পুতিন ও সেনা কর্মকর্তারা। এর পরপরই নতুন কমান্ডার নিয়োগ শুরু করে মস্কো।

উল্লেখ্য, জেনারেল সের্গেই সুরোভিকিন নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডেও নিযুক্ত ছিলেন তিনি।

image_pdfimage_print