ইউক্রেনের প্রায় ‘প্রতিটি অঞ্চলে গোলার শব্দ’

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক এবং রুবিঝনে শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে বেশ কয়েকটি ফ্ল্যাটবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস) এ কথা জানিয়েছে।

সরকারি হিসেব অনুযায়ী শনিবার রাতভর একক বাড়ি এবং ফ্ল্যাটসহ প্রায় ৬০টি ভবনে গোলা আঘাত হানে।

তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা হয়নি।

 

এসইএস তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে, ‘শত্রু লুহানস্ক অঞ্চলকে দমাতে পারবে না!’ কথাটি। আরো বলেছে: ‘আসুন মাটি কামড়ে থাকি। সবকিছুই ইউক্রেনের থাকবে। ’

‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার মতে, দেশের বেশিরভাগ অঞ্চলে শনিবার দিবাগত শেষ রাতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। এমন পরিস্থিতিতে এসইএস ক্ষয়ক্ষতির খবরটি দেয়।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৪ টায় (বাংলাদেশে রবিবার সকাল ৮টা)  ‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট‘ এর অনলাইন সংস্করণে লেখা হয়েছে, ‘ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কতা’। পশ্চিম ইউক্রেনের লভিভ এবং পোলতাভাসহ বিভিন্ন শহরের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে