হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে দেওয়া প্রতিবেদনের ওপর শুনানি হয়েছে।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে বুধবার (৩০ জুন) এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক আগামী ১৫ জুলাই পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। মামলার ৪৩ আসামির মধ্যে এজাহারভুক্ত ৩১ জন ছাড়াও তদন্তে নতুন করে আরও ১২ জনের নাম যুক্ত হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, হাবিব উল্লাহ আজাদী, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজুয়ান আরমান, হাসানুজ্জামান, মো. এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, মাওলানা আহম্মদ, মাওলানা মাহমুদ, আসাদুল্লাহ, জুবাইর মাহমুদ, হাফেজ জুনায়েদ আহমেদ, আনোয়ার শাহ, ছাদেক জামিল কামাল, কামরুল ইসলাম কাসেমি, মো. হাসান, ওবায়েদুল্লা ওবায়েদ, জুবাইর, মাওলানা মোহাম্মদ, আমিনুল হক, সোহেল চৌধুরী, মবিনুল হক, নাইমুল ইসলাম খান ও হাফেজ সায়েম উল্লাহ।
তদন্তে নতুন করে যুক্ত হওয়া ১২ জন হলেন- জুনায়েদ বাবুনগরী, মাওলানা শফিউল আলম, শিব্বির আহমেদ, আবু সাঈদ, হোসাইন আহমদ, তাওহীদ, এরফান, মামুন, আমিনুল, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ। গত বছরের ১৭ ডিসেম্বর ৩৬ জনকে আসামী করে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে মামলাটি করেন আল্লামা শফীর শ্যালক মো. মইন উদ্দিন।