আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনের পর ২০ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় কেনা কোকেন ফেলে দেয়ার নির্দেশ।

আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনের পর অন্তত ২০ জন মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোনো বিষাক্ত পদার্থের সঙ্গে কোকেনের মিশ্রিণ ঘটায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে যারা কোকেন কিনেছেন, তাদের সেগুলো ফেলে দিতে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা প্রধান সার্জিও বার্নি টেলিভিশন চ্যানেল টেলিফেকে বলেছেন, কর্তৃপক্ষ বিষাক্ত কোকেন ছড়িয়ে পড়া আটকাতে এগুলো খুঁজে বের করার চেষ্টা করছে।
বিশ্লেষণের জন্য কোকেনের নমুনা একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে একটি মূল উপাদান রয়েছে, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করছে।
আর্জেন্টিনায় কোকেন রাখা এবং ব্যক্তিগতভাবে সেবন করা অপরাধ নয়। তবে কোকেন পরিবহন এবং বিক্রি এখনো বেআইনি।