ক্রিস্টিয়ান এরিকসেনকে মনে আছে তো? ইউরোতে প্রথম ম্যাচ খেলতে নেমে হুট করে মাঠেই পড়ে যান। কার্ডিয়াক অ্যারেস্ট। খেলার মাঠ থেকে তার ঠিকানা হয়ে যায় হাসপাতালের বেড। সতীর্থদের কান্না, ফুটবল দুনিয়ার আহাজারি সঙ্গে প্রার্থনায় তার জীবন ফিরেছে, তবে মাঠে আর নামা হয় নি। অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হয়ে এরিকসেন বাড়ি ফিরে গেছেন তাও কিছুদিন হলো।
এবার তার সতীর্থরা আরও একবার তার প্রতি শ্রদ্ধা জানালো। ২৯ বছর পর ইতিহাস গড়ে ইউরোর সেমিফাইনালে নাম লেখানো ড্যানিশরা তুলে ধরলো তাদের সতীর্থের নাম।
খেলা শুরুর আগেই এরিকসেনের এই জার্সিটা নিয়ে মাঠে নামে ওরা। এই জার্সিটা ওদের প্রেরণা যোগায়। মাঠে না থেকেও এরিকসেন যেন সতীর্থদের সঙ্গেই আছেন, ওদের আনন্দ-উৎসবের ভাগীদার হচ্ছেন!
গত মাসের ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন এরিকসেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হয়ে এরিকসেন বাড়ি ফিরে গেছেন।