আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ দেশে বিনিয়োগ বাড়াতে পারে: পিটার হাস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এই দেশের জ্বালানি সংকটে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। শুধু গ্যাস, কয়লা কিংবা ডিজেলভিত্তিক ছাড়াও নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পেও কাজ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামিট মেঘনাঘাট পাওয়ার স্টেশন-২ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান, জি ই গ্যাস পাওয়ারের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও দীপেশ নন্দা, কান্ট্রি লিডার নওশাদ আলী প্রমুখ।

আজিজ খান বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে কাজ করছে সামিট গ্রুপ। আগামী জুনে প্রতিষ্ঠানটির সামিট মেঘনাঘাট পাওয়ার স্টেশন-২ থেকে জাতীয় গ্রিডে ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আর তা সরবরাহ করা হবে সর্বনিম্ন মূল্যে। এ বিদ্যুৎকেন্দ্র গ্যাস, ডিজেল এমনকি হাইড্রোজেনেও চলতে পারে। এখানে কার্বন নিঃসরণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে ষাট শতাংশ ও অন্যান্য কেন্দ্রের ৪০ শতাংশ কম। এটি যুক্তরাষ্ট্রের জি ই গ্যাস পাওয়ার কোম্পানির সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হয়েছে।

image_pdfimage_print