মানি এক্সচেঞ্জারের মাধ্যমে অর্থপাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপের কারণে ধীরে ধীরে ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে। তবুও কারসাজিতে এখনও সক্রিয় নানা চক্র। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের চোখ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর দিকে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, মানি এক্সচেঞ্জারের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কি না, তা বিএফআইইউ খতিয়ে দেখবে।
তিনি বলেন, বাজার স্থিতিশীল করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ডলার কেনাবেচার হার বলে দেয়া হয়েছে।
ডলারের বাজার ঠিক রাখতে আগামীতে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার সহায়তা দেয়া হচ্ছে উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারি পেমেন্ট বা বিভিন্ন প্রকল্পের আমদানি দায় মেটানোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সুবিধা দেওয়া হচ্ছে।
তবে ডলার সংকট মোকাবিলায় এ মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেওয়ার কথা ভাবছে না বাংলাদেশ ব্যাংক।