চিকিৎসা বিজ্ঞানের নানা গবেষণা দিয়েও ভেদ করা যাচ্ছে না করোনা রহস্যকে। সম্প্রতি এমনই এক জটিল সমস্যার সম্মুখীন হলেন বিজ্ঞানীরা। এতে তাদের মাথা ঘুরে গেছে অনেকটাই।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হযেছে, ঘটনাটি ঘটেছে ইতালিতে। ইউক্রেনের এক বাসিন্দা বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ইতালিতে। ৪১ বছর বয়সী ওই ব্যক্তি বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানের সময় মারা যান। এতে তার মরদেহ তলিয়ে যায় সমুদ্রে।
উদ্ধারকারীরা সমুদ্রে তোলপাড় করে তন্নতন্ন করে খুঁজে ১৬ ঘণ্টা পর সেই ব্যক্তিকে খুঁজে পান। উদ্ধারের পর তার দেহ ময়নাতদন্তে নিয়ে গেলে পরীক্ষায় জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।
উপসর্গহীন হওয়ায় মৃত ব্যক্তি নিজেই জানতেন না তিনি করোনা পজিটিভ ছিলেন। এ ক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন, তার ভাইরাল লোড এতটাই কম ছিল যে তিনি অসুস্থতাও টের পাননি।
মৃত সেই ব্যক্তি সম্পর্কে আরও জানা যায়, জীবিত অবস্থায় তিনি ২৮ বার করোনা পরীক্ষা করেছিলেন। আর ততবারই তা পজিটিভ আসে। তবে অদ্ভূত ব্যাপার হলো ওই ব্যক্তির মৃত্যুর ৬ সপ্তাহ পরও তার দেহে করোনা সক্রিয় ছিল। যার উত্তর কিছুতেই মেলাতে পারছে না বিশেষজ্ঞরা।
মৃত ব্যক্তির দেহে করোনা এতদিন সক্রিয় থাকে কীভাবে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে বিজ্ঞানীদের। তার দেহ এখন ইতালির বিজ্ঞানীদের কাছে এক অন্যতম বিস্ময়। নতুন এ করোনা রহস্যের কোনো উত্তর নেই বিশেষজ্ঞ, গবেষক কিংবা বিজ্ঞানীদের কাছেও।