দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রাজধানীর একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশনের সদস্যসচিব মুহাম্মদ সালাহ উদ্দিনের হাতে ফলাফল হস্তান্তর করেন ফাউন্ডেশনের উপ-সদস্য সচিব এসআই সাইম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সচিব মুহাম্মদ সালাহ উদ্দিন ।
‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এর অন্যতম একটি বৃহৎ কার্যক্রম হচ্ছে ‘বৃত্তি প্রকল্প’। যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠার সময় থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তার-ই ধারাবাহিকতায় ২০২২ সালেও অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা।