সশরীরে সামরিক মহড়া পরিদর্শনে পুতিন

রুশ নেতৃত্বাধীন আলোচিত যৌথ সামরিক মহড়া ভস্টক টুয়েন্টি টু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলুর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সশরীরে এ মহড়া পরিদর্শন করেন তিনি। এরইমধ্যে সপ্তাহব্যাপী এ মহড়ায় অংশ নিয়েছে চীন ভারত, বেলারুশসহ আরও বেশ কয়েকটি দেশ। রাশিয়াসহ সাত দেশের মোট ৩ লাখ সেনা, ৩৬ হাজার যুদ্ধ সরঞ্জাম, এবং হাজারের বেশি বিমান অংশ নিয়েছে মহড়ায়। মহড়ায় নতুন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে চীন ও রাশিয়া। এর পাশাপাশি দূর পাল্লার কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে চলে যুদ্ধের প্রশিক্ষণ।

মহড়া পরিদর্শনকালে জেনারেলদের সাথে আলাপরত ভ্লাদিমির পুতিন।
মূলত, মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কন্নয়ন এবং সামরিক প্রযুক্তি ও কলাকৌশল আদান-প্রদানের উদ্দেশ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

image_pdfimage_print