বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে বিশ্ব শেয়ারবাজারে। তাতে ২০২০ সালের পর প্রথমবারের মতো সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতের কোম্পানির শেয়ার বিক্রি বেড়ে যাওয়ায় এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের ২০ শতাংশ দরপতন হয়েছে। শুধু অ্যাপল নয়, দরপতন চলছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনেরও। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির দাম গত নভেম্বরের পর থেকে ৬০ শতাংশ কমে গেছে।