শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে যা বললেন স্বামী রোশন

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফের প্রেমে পড়েছেন বলে টালিপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে নতুন প্রেমিককে জন্মদিনে হীরা বসানো প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এবার ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন শ্রাবন্তী নিজের বাড়িতেই পরিবারের সবার সাথে উদযাপন করেছেন বলে ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এদিকে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আইনগত বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন সামনে আসতে রোশন জানালেন, একের পর এক ভুল করছে শ্রাবন্তী।

শ্রাবন্তীর বাড়িতে পরিবারের সবার সাথে অভিরূপের জন্মদিন উদযাপনের খবর সামনে আসার পর রোশন জানান, দুঃখ পেয়েছি। শ্রাবন্তীর সঙ্গে ছিলেন তার মা বোনসহ পুরো পরিবার। আমার অবাক লাগে পরিবারের সদস্যরা কীভাবে এই ভুলে উৎসাহ দিচ্ছেন!

শ্রাবন্তীর রোশনের বিচ্ছেদের মামলা আদালতের বিচারাধীন। চলতি মাসে শ্রাবন্তীর সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে শ্রাবন্তীর তরফ থেকে সাড়া মেলেনি। জুলাই মাসের ১৪ তারিখ আদালতে তাদের মামলার শুনানি হ