লিডো সৈকতে বিশালাকার তিমির মৃত্যু

নিউইয়র্কের নাসাউ কাউন্টির লিডো সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে বিশালাকার এক তিমির। প্রাণীটিকে সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন। খবর সিবিএস নিউইয়র্কের।

হ্যাম্পস্টেড পুলিশের বিবৃতিতে জানানো হয়, লিডো উপকূলে ভেসে এসেছিল তিমিটি। এর আকার ৩৫ ফুটের বেশি। উদ্ধারকর্মীদের দাবি, গেলো এক দশকের মধ্যে তীরে আটকানো সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে এই হ্যাম্পব্যাক তিমিটি সবচেয়ে বড়। বুধবার (১ ফেব্রুয়ারি) নাগাদ হবে ময়নাতদন্ত। এরপরই জানা যাবে তিমিটির মৃত্যুর আসল কারণ।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুসারে, গেলো দু’মাসে তীরে আটকা পরেছে ১৮টি তিমি। একে ‘অস্বাভাবিক মৃত্যু হার’ বলে অভিহিত করেছে এই সংস্থা।