নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর প্রেসক্লাবের-২০২১ সালের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ-আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) রাতে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাপনী খেলার শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, জেলা বিএম’র সভাপতি ডা. জাকির হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মো. কাওছার৷
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইসমাইল হোসেন জবু, মীর ফরহাদ হোসেন সুমন, মো. রুবেল হোসেন ও আলমগীর হোসেন প্রমূখ। সমাপনী খেলাতে যারা অংশগ্রহণ করে জয়-বিজয় হলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব রামগঞ্জ প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এদিকে ২য় রাউন্ডে লক্ষ্মীপুর প্রেসক্লাবের মেঘনা দল রহমতখালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ৩য় রাউন্ডে কৃষ্ণচূড়া দলকে হারিয়ে শাপলা চ্যাম্পিয়ন হয়।