লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জসীম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, সাজা পরোয়ানা তামিল ও জিআর-সিআর তামিল এবং চন্দ্রগঞ্জ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় গত ২৬ জুলাই লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-এর নিকট হতে বিশেষ পুরষ্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহন করেন।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-এর নিকট হতে বিশেষ পুরষ্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহন করছেন৷

গত ১৯ ডিসেম্বর ২০১৯ চন্দ্রগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন জসীম উদ্দীন।

তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় থানার অফিসারবৃন্দ এবং থানা এলাকার সচেতন মানুষের সহযোগিতা নিয়ে কাজ করছেন তিনি। কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন৷’

তিনি আরও বলেন, চন্দ্রগঞ্জ থানাবাসীর সহযোগিতা ও দোয়া থাকলে এ ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাবেন চন্দ্রগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন।