লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন।

জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুনছুর আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আমির হোসেন চাষী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।

এ সময় সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক সোহেল আদনান, যুগ্ম-আহ্বায়ক বোরহান উদ্দিন মিলন, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্যাহ আল খালেক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল’সহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।