নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চরশাহীতে সরকারি খাল থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলনের সময় ভেকু গাড়ির চাবিসহ ৫টি মাটি সরবরাহকারী পিকআপ গাড়ি জব্দ করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার সময় গাড়িগুলো জব্দ করা হয়। এ সময় মাটি উত্তোলনকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আনসারী, ভেকু গাড়ির ড্রাইভারসহ অন্যান্যরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির নুরুল্লাপুর গ্রামের বাইজ্জার দাঁড়া নামক সরকারি খাল থেকে মাটি উত্তোলনের খবর পায় পুলিশ। পরে বিকেল ৪টার দিকে চন্দ্রগঞ্জ থানার এএসআই এমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল নুরুল্লাপুর গ্রামের সোনালী বিক্স ফিল্ড সংলগ্ন বাইজ্জার দাঁড়া খাল থেকে মাটি ভরাট অবস্থায় ৫টি গাড়ি জব্দ করেন এবং ভেকু মেশিনের চাবি নিয়ে যান। এ সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আনসারী পুলিশের সাথে রফাদফা করতে এগিয়ে আসলে পুলিশ ধাওয়া দিলে বাবুল আনসারীসহ অন্যান্যরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন খাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় ৫টি পিকআপ গাড়ি জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।