লক্ষ্মীপুরে আবারও ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন চালিয়ে তাদের নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা। ঘটনার পরে  ৯৯৯ কল করে সাহায্য চাওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

এদিকে করোনা পরিস্থিতির কারনে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ভিকটিম ওই দুই নারী।

ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় মুখোশ পরা ৫/৬ জন দূর্বুত্তরা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ছিল না। ঘরে ঢুকে দূর্বুত্তরা ঘরের মালিকের ছেলে প্রবাস ফেরৎ মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তনদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা। পরে তারা ৯৯৯ ফোন করে।

জানতে চাইলে সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।