লক্ষ্মীপুরের মেঘনা তীর জোয়ারে প্লাবিত

নিজস্ব প্রতিবেদক

পূর্ণিমার জোয়ার ও সাগরে লঘুচাপের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কি.মি এলাকা প্লাবিত হয়েছে। এসময় বহু এলাকা প্রায় ৫-৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

জোয়ারে চার উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামে ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ি এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে। বুধবার (৫ আগষ্ট) দুপুর ১২টা থেকে পানি বৃদ্ধি পেতে থাকে। তবে সন্ধ্যার দিকে বিভিন্ন এলাকায় পানি নামা শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছে।

মেঘনা জোয়ারের পানিতে আউশ ধানের মাঠ, আমনের বীজতলা ও রোপা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান ভেসে যায়।

দুপুরে জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।

কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছায়েফ ‍উল্লাহ  জানান, কয়েক বছরের মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বেড়িবাধ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি পেলেই জোয়ারে ওই সব গ্রাম প্লাবিত হয়ে যায়। এ সময় এলাকায় দুর্ভোগ নেমে আসে।