রায়পুর পৌরসভা নির্বাচনে রুবেল ভাটের বিজয়

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৮৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রায়পুর পৌরসভা নির্বাচনে রুবেল ভাটের বিজয়তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এবিএম জিলানী (ধানের শীষ) প্রতীক নিয়ে ১৪৪১ ও স্বতন্ত্র মনির আহাম্মদ-(মোবাইল) ৩০৭ ভোট পেয়েছেন। নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবু নাসের-বাবু, ২নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভি, ৩নং ওয়ার্ডে-ইউসুফ আলী, ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন বাহার, ৫নং জাকির হোসেন নোমান, ৬নং ওয়ার্ডে-আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ডে শিশির পাঠান, ৮নং ওয়ার্ডে-আবুল হোসেন সর্দার ও ৯নং ওয়ার্ডে রুবেল প্রধানিয়া নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাজমে আরা মনি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ফেরদৌসি বেগম স্বপ্না ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে শামছুন নাহার লিলি নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নয় ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন সম্পুর্ণ হয়েছে। বেসরকারিভাবে গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বেসরকারিভাবে মেয়র পদে ঘোষনা দেয়া হয়েছে।