রাত পোহালেই বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর অত্যন্ত জনবহুল ও গুরুত্বর্পূণ উপজেলা বেগমগঞ্জ৷ এ উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী কাল (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নিবার্চনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়োজিত রয়েছে পাঁচ প্লাটুন বর্ডারগাড, পাঁচ প্লাটুন র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী৷ এ ছাড়া সাদা পোষাকে থাকবে বিভিন্ন সংস্থা।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার সংখা ৪লক্ষ ১৬হাজার ২৩৪জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে৷

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নিবার্চনে মোট চার জন চেয়ারম্যান পদে প্রতিন্ধদ্বিতা করছে৷ নিবার্চনে প্রশাসনের বিভিন্ন স্তরে প্রায় এক হাজার জন জনবল নিয়োজিত রয়েছে। নিবার্চনীয় এলাকায় ৭জন নিবার্হী ম্যাজিষ্ট্রেস্ট নিয়োজিত থাকবেন। বাংলাদেশ আওয়ামীলীগ (নৌকা প্রতীক) মনোনীত প্রার্থী শাহনাজ বেগম নাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের র্শীষ প্রতীক) বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, জাসদ (রব) মফিজুর রহমান (মশাল প্রতীক) এবং স্বতন্ত্র জোয়ার হোসেন (আনারস প্রতীক)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, বর্ডারগাড, র‌্যাব,পুলিশ ও আনসার সহ প্রশানের পক্ষ থেকে প্রত্যক কেন্দ্রে প্রয়োজনী নিরাপত্তা ও উপকরন নিয়ে কেন্দ্র পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোট গ্রহনের আগে প্রত্যক কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নিরপক্ষ নিবার্চন জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।