চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে অশ্লীল মন্তব্য করার দায়ে সাকিবুর রহমান একছাত্রকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৫ টায় কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলিম নাওয়াজ চৌধুরী স্বাক্ষরিত একটি অফিস আদেশ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷
সাকিবুর রহমান নামের বহিস্কৃত শিক্ষার্থী রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। তার কলেজ রোল নম্বর ৯০।
অফিস আদেশ সূত্র মতে, রাউজান কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ সাকিবুর রহমানকে কলেজ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলদের অনুরোধ করা হয়৷
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্তব্য করা বা মন্তব্যে লাইক, কমেন্ট করা অথবা যেকোন পোস্ট শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হয়৷
এই বিষয়ে রাউজান কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ দৈনিক ইত্তেফাককে বলেন, রাউজান সরকারি কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক একটি পোস্ট করা হয়েছিল। সেখানে সাকিবুর রহমান নামের একজন ছাত্র অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা অভিভাবক সহকারী ছাত্রটি কলেজে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করি। শিক্ষার্থীটি এই আদেশ উপেক্ষা করে কলেজে উপস্থিত না হওয়ায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই অভিযোগের বিষয়ে জানতে শিক্ষার্থী সাকিবুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।