যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা আসছে

যুক্তরাষ্ট্র থেকে কোভাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা শুক্রবার ও শনিবার ঢাকায় এসে পৌঁছাবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ওয়াশিংটন ডিসি থেকে দুইভাগে ২৫ লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এই টিকার জন্য বাংলাদেশকে কোনো টাকা দিতে হচ্ছে না।

এদিকে চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালানটি বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম চালানে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে বেইজিংয়ে প্রস্তুত রয়েছে। এই টিকা আনার জন্য বাংলাদেশ থেকে বিমান পাঠানো হবে। আগামী ৩ জুলাই নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলো মডার্নার টিকা

এর আগে, দুই ধাপে চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চীনা টিকার প্রয়োগও শুরু হয়েছে।