মেঘনায় ১৫ জলদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার একশ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে মেঘনা নদীর হিজলা ও সাবের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জলদস্যুরা হলো- আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম, বাবুল, নাগর মিয়া, কাওসার, সবুজ, জাহেদ, সাহেব আলী, ফিরোজ, আহাম্মদ উল্যাহ্‌, রাজীব, শাহিন, ইব্রাহিম, ইউনুছসহ ১৫ জন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লে. কমান্ডার আখিজুল হক (এনডি) বিএন জানান, পৃথক অভিযানে ১৫ জলদস্যুকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে নৌপথে চলাচলরত জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপণ আদায় ও টাকা না পেলে হত্যাসহ নানা অভিযোগ রয়েছে। আটককৃত জলদস্যুরা একেক জন কয়েকটি হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি নৌ-ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।