মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মান্দারী ইয়াং টাইগার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

ক্লাবের উপদেষ্টা মোশাররফ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম। টূর্ণামেন্টের উদ্বোধন করেন ‘অসহায় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর চেয়ারম্যান বদরুল আলম শ্যামল।

মান্দারী ইয়াং টাইগার্স ক্লাবের সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামাল রিপন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য সামছুল হক সামছু, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, মান্দারী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, বাজারের ব্যবসায়ী মো. কাজম উদ্দিন প্রমুখ।

এ সময় মান্দারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, বাংগাখাঁ ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিলু, আওয়ামীলীগ নেতা কবির হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা শেখ ফজলুল হক মনি, শেখ রাসেল, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খাঁন সুজন’সহ বাজারের ব্যবসায়ী ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, টূর্ণামেন্টে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৪টি দল অংশ গ্রহন করবে। অত্র টূর্ণামেন্টটি দক্ষ আম্পয়ার দ্বারা পরিচালনা করা হচ্ছে। এছাড়া টূর্ণামেন্টে স্পন্সর হিসেবে রয়েছে ‘অসহায় ফাউন্ডেশন বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ ও মান্দারী ক্লাব (বি) অংশ গ্রহন করে। এতে মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ ৪ ইউকেটে জয় লাভ করেছে।

খেলার স্কোর : মান্দারী ক্লাব (বি) ১৬ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৮৫ রান। মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ ১৪ ওভার ৩ বলে ৬ ইউকেট হারিয়ে ১৮৬ রান।