বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ তাদের সুযোগসুবিধা আরও বাড়ানো হচ্ছে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়ার ফাইল পৌঁছে গেছে। আসছে বাজেটে তার প্রতিফলন হবে বলে আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার (১২ মে) সকালে রাজধানীর ঢাকা ক্লাবে মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রমের আয়োজনে মুক্তিযোদ্ধা মিলনমেলাতে প্রধান অতিথি হিসেবে এমনটি বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, জাতি এক ক্রান্তিকালের মধ্যে আছে। এসব ষড়যন্ত্রের মোকাবেলা করতে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের চেতনা নিয়ে গর্জে ওঠার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা আবারও দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করার অঙ্গীকার করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা দেশটা প্রতিষ্ঠা করেছে, যারা দেশটা বাস্তবায়ন করেছে তারা কখনোই বঞ্চিত থাকতে পারে না। তাদের বঞ্চিত রাখা উচিত না। সে লক্ষ্যে আমাদের মন্ত্রণালয়ের যে বক্তব্যগুলো খুবই সুস্পষ্টভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি।