মালয়েশিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী মঙ্গলবার থেকে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। ১৪ জুন পর্যন্ত চলা লকডাউনের মধ্যেও অবৈধ বিদেশি অভিবাসীদের ধরপাকড় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে জানান, জাতীয় নিবদ্ধকরণ বিভাগ (এনআরডি) এবং পুলিশদের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের রাখার জন্য প্রয়োজনীয় আটককেন্দ্রও প্রস্তুত বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি বলেন, এর আগে আমাদের আটককেন্দ্রগুলো পূর্ণ হয়ে গিয়েছিলো। কিন্তু এর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। -ফ্রি মালয়েশিয়া টুডে