আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ দিয়ে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপের। কাপজয়ী মেসিদের অর্জন এ বিশ্বকাপে তৈরি করেছে নতুন ইতিহাস।
শুধু তাই নয় বিশ্বকাপের পরেও যেন থেমে নেই আর্জেন্টিনার অর্জনের খাতা।
২০২২ সাথে কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে। মেসিদের বিজয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার।
দলের খেলোয়াড়দের সাথেও বেশ ভালো বোঝাপড়া রদ্রিগোর।
রদ্রিগো ডি পল আর্জেন্টাইন অভিনেত্রী, গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী এবং মডেল মার্টিনা স্টোসেল মুজলেরার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।
এমনকি কাতার বিশ্বকাপের পর সব খেলোয়াড়রা যখন নিজ নিজ শহর ও গ্রামে ফিরে যাচ্ছিলেন তখন হুট করেই সঙ্গিনী মার্তিনার স্টেজ-শোর অনুষ্ঠানে হাজির হয়ে তাকে চমকে দেন রদ্রিগো।
রদ্রিগো ছাড়াও কাতার বিশ্বকাপে সুদর্শন পুরুষের তালিকায় আছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকের, জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ, ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্লেইসন ব্রেমের সিলভা নাসিমেন্তো এবং ফরাসি ফুটবলার অলিভিয়ে জিরু।