বায়ার্নে আমার দিন শেষ: লেভানদোভস্কি

বায়ার্ন মিউনিখ ছাড়ছেন রবার্ট লেভানদোভস্কি। বেশ কিছুদিন থেকে বাতাসে কান পাতলেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। ক্লাব বায়ার্ন মিউনিখ সমর্থকদের আশার বাণী শোনালেও পোলিশ স্ট্রাইকার ছিলেন মুখে কুলূপ এঁটে। তবে অবশেষে মুখ খুলেছেন বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো স্ট্রাইকার। লেভানদোভস্কি বলেছেন, বায়ার্নে তার দিন শেষ। বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনে পাখা মেলে দিয়ে সোমবার পোল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে লেভা জানিয়েছেন, এই গ্রীষ্মে তার দলবদল উভয়পক্ষের জন্য সেরা সিদ্ধান্ত হবে।

লেভানদোভস্কি বায়ার্ন ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এমন সময় দিলেন, যখন এই গ্রীষ্মে লিভারপুলের তারকা সাদিও মানের বায়ার্নে যোগ দেওয়ার খবর চাউর হয়েছে। দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে লিভারপুল তারকার সর্বশেষ কথায়। আগামী বছর জুনে মানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের।

বায়ার্ন তারকা বায়ার্ন ছাড়ার বিষয়ে বলেন, ‘এই মুহূর্তে এটা নিশ্চিত যে, বায়ার্ন মিউনিখে আমার গল্পটা শেষ এবং সাম্প্রতিক মাসগুলোতে যা ঘটেছে তারপর আমি ক্লাবটির সঙ্গে আর কোন সমঝোতার কথা কল্পনাও করতে পারছি না। আমি মনে করি দলবদল আমাদের উভয় পক্ষের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে।’

তিনি এমন সময় এই কথা বলছেন যখন বায়ার্নের সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি রয়েছে এই পোলিশ তারকার। পোলিশ তারকার বিশ্বাস ব্যাভেরিয়ান পরাশক্তিরা তার দলবদলে বাঁধা দেবে না। ওয়েলসের বিপক্ষে ন্যাশনস লিগের ম্যাচ সামনে রেখে ওয়ারশে প্রস্তুতি ক্যাম্প করছে পোল্যান্ড। সেখানে এই কিংবদন্তি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বায়ার্ন আমাকে আটকাবে না (জোরপূর্বক) কারণ এটা নতুন সম্ভাবনার শুরু।

এর আগে জার্মান সম্প্রচার মাধ্যম স্পোর্ট১ জানিয়েছিল যে, লেভানদোভস্কির এজেন্ট পিনি জাহাভি এবং বার্সেলোনা মৌখিকভাবে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছে।

বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে ৩৮৪ বুন্দেসলিগা ম্যাচে ৩১২ গোল করেছেন লেভানদোভস্কি। বুন্দেসলিগায় শেষ পাঁচ মৌসুমে টানা সর্বোচ্চ গোলদাতা হয়ে আসছেন এই পোলিশ। সবমিলিয়ে সাতবার বুন্দেসলিগার গোল্ডেন বুট জিতেছেন তিনি। ৪১ গোল করে শেষ মৌসুমে বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
image_pdfimage_print