বাংলাদেশে একাডেমি খুলতে চায় জনপ্রিয় আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট

বাংলাদেশের ফুটবলে লাগতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলের ছোয়া। দেশটির অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত ক্লাব রিভারপ্লেট বাংলাদেশে তাদের একাডেমি খোলার আগ্রহ প্রকাশ করেছে। সেই সাথে আর্জেন্টিনা থেকে কোচ আনা ও ফুটবলার আনার বিষয়েও আলোচনা হয়েছে বাংলাদেশের ৫ ক্লাবের সাথে।

অ্যাথলেটিকো রিভারপ্লেট, আর্জেন্টিনার ক্লাবগুলোর মধ্যে বড় ও জনপ্রিয় ক্লাবের অন্যতম এটি। রিভারপ্লেটের একাডেমি আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ প্রসিদ্ধ। এ ক্লাবের একাডেমি থেকে ৮ ফুটবলার ছিলেন এবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে। সেই বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবলের ছোয়া এবার লাগতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশে একাডেমি খুলতে চায় রিভারপ্লেট। বাংলাদেশ সফরে এসে এমনটাই জানিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান।

রিভারপ্লেটের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্কুল বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ বলেছেন, বাংলাদেশের ক্লাবগুলোর সাথে দারুণ এক আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি সেটা অনেকটা আমাদের মতোই। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সাথে কাজ করতে আমরা আগ্রহী।

দুই দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশে পৌছেই দেশি ক্লাবগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করতে থাকেন রিভারপ্লেটের কর্মকর্তারা। শুরুতে বসুন্ধরা কিংসের সাথে বৈঠক করেন সেবাস্তিয়ান। এরপর, ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে দুই ক্লাবই জানিয়েছে দেশের ফুটবলের উন্নয়নে নিজেদের আগ্রহের কথা।

প্রসঙ্গত, প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে কোচ এবং ফুটবলার নিতেও আগ্রহ প্রকাশ করেছে রিভারপ্লেট। সেই সাথে বাংলাদেশের ফুটবলে অবদান রাখতে মুখিয়ে আছে বলেও জানিয়েছে তারা।