সম্মিলিত প্রচেষ্টায় প্রথম ম্যাচে হারের শৃঙ্খল ভাঙতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। ৩৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া টাইগারদের সামনে এখন অনেক অর্জনের হাতছানি। আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।
আজ জিতলে অর্জনের তালিকায় আরও বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে।
বাংলাদেশ অবশ্য সিরিজ জয়কেই পাখির চোখ করছে। আজ সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে তামিম বাহিনী। মিরপুর স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়।
তীব্র গরমে প্রথম ম্যাচ খেলার পর গতকাল বিশ্রামে ছিল স্বাগতিকরা। হোটেলে জিম, সুইমিং তথা রিকভারি সেশনে সময় কেটেছে সবার। গতকাল শ্রীলঙ্কা দলের মাত্র তিন ক্রিকেটার অনুশীলন করেছিলেন।
সিরিজে এগিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ দল। প্রথম ম্যাচের পরই অধিনায়ক তামিম মনে করিয়ে দিয়েছেন, এখনো কাজ বাকি রয়েছে। তিনি বলেছিলেন, ‘জেতা সুখের, আনন্দের। ছেলেরা খুবই খুশি। ওরা জানে, কাজ শেষ হয়ে যায়নি। এখনো দুটি ম্যাচ আছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আজকের ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। প্রকৃতির বাধা না থাকলে আজ ম্যাচটা জমে উঠতে পারে। কারণ সিরিজে পিছিয়ে পড়া লঙ্কানরাও সমতা ফেরাতে মরিয়া থাকবে।
সিরিজে এগিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ দল। প্রথম ম্যাচের পরই অধিনায়ক তামিম মনে করিয়ে দিয়েছেন, এখনো কাজ বাকি রয়েছে। তিনি বলেছিলেন, ‘জেতা সুখের, আনন্দের। ছেলেরা খুবই খুশি। ওরা জানে, কাজ শেষ হয়ে যায়নি। এখনো দুটি ম্যাচ আছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আজকের ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। প্রকৃতির বাধা না থাকলে আজ ম্যাচটা জমে উঠতে পারে। কারণ সিরিজে পিছিয়ে পড়া লঙ্কানরাও সমতা ফেরাতে মরিয়া থাকবে।