বহিষ্কারের পর নির্বাচন থেকে সরলেন বিএনপি নেতা হাসান

কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন মহানগর সদর থানা বিএনপির সভাপতি হাসান আজমল ভূঁইয়া। দল আজীবন বহিষ্কার করার পর শনিবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাসান আজমল সাংবাদিকদের বলেন, ‘দলের কথা চিন্তা করেই ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচন থেকে সরে এসেছি।’

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় এ সিদ্ধান্ত মেনে চলার জন্য মাঠ পর্যায়েও নির্দেশনা রয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে নির্দেশ অমান্য করে বিএনপির ২৯ জন কাউন্সিলর পদে প্রার্থী হন। পরে তাঁদের সবাইকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

লিখিত বক্তব্যে হাসান আজমল বলেন, ‘একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। স্থানীয় নির্বাচনে দলের অনেকে অংশ নেওয়ায় আমিও প্রার্থী হই। কিন্তু হাইকমান্ড এতটা কঠিন মনোভাব পোষণ করবেন, তা বুঝতে পারিনি। নির্বাচনে প্রার্থী হওয়াটা ভুল হয়েছে।’ তিনি বলেন, ‘দলীয় আনুগত্যের নিদর্শনস্বরূপ আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আশা করছি, ক্ষমা করে বিএনপি আমাকে সাংগঠনিক কাজ করার সুযোগ দেবে, যেন চলমান আন্দোলনে সরকার পতনে ভূমিকা রাখতে পারি।’