ফ্রান্স ও মরক্কোর জয়ের পর প্যারিসে সহিংসতা

ফুটবল বিশ্বকাপে ফ্রান্স ও মরক্কোর জয়ের পর প্যারিসে জয়োল্লাস রূপ নেয় সহিংসতায়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। খবর রয়টার্সের।

পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠায় অভিবাসী মরক্কানরা নেমে আসেন প্যারিসের রাস্তায়। উদযাপন শান্তিপূর্ণ থাকলেও কিছুসংখ্যক ভক্ত সেটিকে রূপ দেয় নাশকতায়।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষের ফ্রান্সের জয়েও আত্মহারা ছিলেন ফুটবলপ্রেমীরা। আর্ক দি ট্রায়াম্ফ এবং শম জেলিজি সরণীতে প্রকাশ করেন উচ্ছ্বাস। এক পর্যায়ে দোকানপাটের কাঁচ ভাঙচুরের পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে দেন ফুটবল ভক্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। তার মাঝেই উল্লাস ছাঁড়িয়ে পরিবেশ হয়ে পরে ঘোলাটে। এক পর্যায়ে ধরপাকড় চালায় পুলিশ।

image_pdfimage_print