নিজস্ব প্রতিবেদক
আজ প্রদীপ্ত’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ। সোমবার (১লা জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদে সাহিত্য সাময়িকী প্রদীপ্ত – prodipto.news – Prodipto TV এবং প্রদীপ্ত লেখক ফোরাম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রদীপ্ত’র পক্ষ থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মিলাদ পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন ও মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই। এ সময় প্রদীপ্ত’র প্রকাশক আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রদীপ্ত’র সম্পাদক কবির আহমদ ফারুক ও সাংবাদিক ইমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ মুসুল্লিরা। মিলাদ শেষে প্রদীপ্ত’র উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।