পাকিস্তানে নৌকা ডুবে দশটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তান্ডা বাঁধ হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে। খবর সিএনএন’র।
রোববার (২৯ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মীর রউফ জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তান্ডা বাঁধ হ্রদ থেকে উদ্ধার হওয়া মৃতদের সবার বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে। তিনি আরও জানান, নৌকাটি স্থানীয় একটি মাদরাসা থেকে ২৫ থেকে ৩০ জনের মতো শিক্ষার্থী নিয়ে দিনের সফরে যাচ্ছিল। এ সময় এটি উল্টে যায়।
এর আগে রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।