পাঁচ অক্টোবর থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপ ক্রিকেট আবারও ফিরেছে উপমহাদেশ। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। একথা অনেক আগেই ঠিক হয়ে আছে। শুধু জানা ছিলো না, আসর শুরুর দিনক্ষণ। এবার সেটিও জানা গেলো। ২০২৩ সালের অক্টোবরে শুরু হবে বিশ্বকাপের জমাট আসর।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, চলতি বছরের পাঁচ অক্টোবর ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আসর। আর ১৯ নভেম্বর গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ। এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ।

পাঁচ অক্টোবর থেকে ১৯ নভেম্বর মোট ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোদি স্টেডিয়াম ছাড়াও খেলা আয়োজনের দায়িত্ব পাচ্ছে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, ধর্মশালা, গুয়াহাটি, হায়দারাবাদ, রাজকোট, লক্ষ্ণৌ, ইন্দোর স্টেডিয়াম।

এখনও ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচের ভেন্যু নির্দিষ্ট হয়নি এখনো। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে সেটিও এখনও ঠিক করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেক শহরই আগ্রহ দেখিয়েছে। সবার পরিকল্পনা জেনেই চূড়ান্ত হবে উদ্বোধনী ভেন্যু।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগেই দিয়ে দেয় আইসিসি। তবে ভারতীয় বোর্ড দিল্লির কাছ থেকে সবুজ সংকেত পেতে অপেক্ষায় ছিলো। সেখানেই দেরি হয়ে গেছে। দুই বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই যত দেরি। এক কর মওকুফ, দুই পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা।

গেল সপ্তাহে দুবাইয়ে আইসিসি’র বৈঠকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার বিষয়টি নিশ্চিত করে ভারত। আর কর মওকুফ নিয়ে ভারত সরকার এখনও সিদ্ধান্ত দেয়নি। তবে ভারতীয় বোর্ড মনে করে আইসিসির সঙ্গে তাদের চুক্তির বিষয়ে সম্মান জানাবে দিল্লির কেন্দ্রীয় সরকার।

তবে ভারতের কর কর্তৃপক্ষ গেল বছর আইসিসিকে জানায়, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব থেকে আয়ের ২০ শতাংশ কর দিতে হবে। বিশ্বকাপের সম্প্রচার থেকে প্রায় ৫৩৪ মিলিয়ন ডলার আয় হবে পারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ হাজার ৭০৭ কোটি টাকা।