নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পদিপাড়া বাজার এলাকায় বরিবার (২৭ ডিসেম্বর) র্যাব-১১ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে সোনাইমুড়ি থানাধীন পদিপাড়া বাজারস্থ ফাহাদ টেলিকমের সামনে থেকে চোরাই মোটর সাইকেলসহ হাতানাতে ইমাম হোসেন প্রকাশ ইমন (২০) -কে গ্রেফতার করা হয়৷ গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. আবু ছালেহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন৷
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ইমাম হোসেন প্রকাশ ইমনকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী পলাতক আসামী মো. ওয়াজীদ হোসেন (২১), মো. খলিলুর রহমান (৪০), মো. রবিন (২১), রুবেল প্রকাশ পাগলা রুবেল (২৭), মো. আজাদ প্রকাশ ইয়াবা আজাদ (২৬) ওই চোরাই দলের সহযোগী বলে র্যাবকে জানায়৷
জানা যায়, উদ্ধারকৃত মোটর সাইকেলটি বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের সাংবাদিক ফারুকের বাড়ির সালাউদ্দিনের বসত ঘর থেকে ২২ নভেম্বর রাতের আধাঁরে সু-কৌশলে চুরি করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু হওয়ার পর আজ সোমবার (২৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।