নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঘাতকদের চক্রান্ত ততই বেড়ে চলেছে: প্রধানমন্ত্রী

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঘাতকদের চক্রান্ত ততই বেড়ে চলেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো তাদের মূল টার্গেট। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর ঘাতকরা একসময় বাসায় নিয়মিত আসা-যাওয়া করতো। তারা আজও তৎপর। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়।

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের মানুষের কল্যাণ হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেখানে শেখ রাসেলকে হত্যা করা হয়, সেই পরিবার থেকে বেঁচে ক্ষমতায় এসে সাফল্য এনে দিয়েছি। বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পাওয়া অনেকেরই পছন্দ নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন সংঘাতে যারা অস্ত্র উৎপাদন করে কেবল তারাই লাভবান হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশ্বের উন্নত দেশগুলো সাশ্রয়ী হচ্ছে; তাই ভবিষ্যতের কথা ভেবে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।