নিজ কোচের যৌন নিপীড়নের খবরে বিস্ময়ে স্তব্ধ জাভি

কাতালান জায়ান্ট বার্সেলোনার দুর্দিন যেন কাটছেই না। একের পর এক ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে ক্লাবটিকে। লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর এমনিতেই পারফর্মেন্সের অবস্থা করুণ। তার ওপর বার্সার ফুটবলার তৈরির কারখানা ‘লা মাসিয়া’র সাবেক কর্মকর্তা আলবার্ত বানাজাসের বিরুদ্ধে উঠেছে যৌন নিপীড়নের অভিযোগ। টানা ২০ বছর ধরে বানাজাস লা মাসিয়ার কিশোর-কিশোরীদের যৌন নিপীড়ন করেছেন। এমন খবর শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

২০১১ সালে বার্সা ছেড়েছিলেন বানাজাস। বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা তাকে আবার নিয়ে আসেন লা মাসিয়ায়। কিন্তু গত ২ ডিসেম্বর নিজের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব থেকে সরে যান বানাজাস। তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখালেও আসল ঘটনা ফাঁস হয়ে গেছে! ১০০ জন সাবেক ফুটবলারের সাক্ষাতকার নিয়ে কাতালান সংবাদপত্র ‘আরা’ বলছে, বানাজাস শিক্ষার্থীদের তার অন্তর্বাসে চিমটি কাটতে এবং গোপনাঙ্গ ধরতে বলতেন। শিশুদের অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেছেন, ছেলেদের সঙ্গে স্নান করতে বাধ্য করেছেন মেয়েদের। এমনকি কিশোরীদের সামনে নগ্নও হতেন বানাজাস! কিশোরীদেরও নগ্ন হতে বাধ্য করতেন।

এমন খবরে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছেন সাবেক বার্সা তারকা তথা বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি ওসাসুনার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘এমন ঘটনার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তার মানে এটা নয় যে এমন কিছু ঘটেনি। তিনি আমার কোচ ছিলেন এবং আমার মনে কখনো সন্দেহ জাগেনি। আমি খুবই বিস্মিত ও স্তব্ধ। এটা আশা করিনি। এটা খুবই স্পর্শকাতর, খুবই জটিল একটি বিষয়। আমি কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। কারণ, আমরা সবাই বানাজাসকে খুব ভালোবাসি। সবাই খুব অবাক হয়েছি। আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল। ক্লাবে তিনি তার ছাপ রেখে গেছেন। এখন আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’