নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণসহ সারাদেশে নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, ডাক্তার শহিদুল্যাহ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, সমাজসেবক আব্দুল মতিন।
নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, এক্স ক্যাডেট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম বিত্ত, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র কুরী, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো নাসির হোসেন, সাংবাদিক মো. ইমরান হোসেন, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ রিমন, সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক, বাজারের ব্যবসায়ীবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- নারী আমাদের মা’ বোন, স্ত্রী, কন্যা সন্তান। সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। এজন্য সমাজের প্রত্যেকটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন- অবিলম্বে আইন সংশোধন করে নারী ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে। ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।