নিজস্ব প্রতিবেদক
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ ইউপি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।
স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ইউপি সদস্য ওবায়দুল হক পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী, ইউপি সদস্য ও নারী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি র্যালি বের করা হয়।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আইনের প্রয়োগ ছাড়াও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।