দেবশ্রীকে আইনি নোটিশ

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। তা নিয়েই তুলকালাম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে।

একসময় তৃণমূলের ঘরের লোক ছিলেন তারা দুজনই। সেই সূত্রেই ছিল তাদের বন্ধুত্ব। তবে এখন সেসব সোনালী অতীত। রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে মন দিয়েছেন দেবশ্রী, অন্যদিকে তৃণমূল হয়ে বিজেপি ঘুরে এখন ঘরে বসে দিন কাটান শোভন।

সম্প্রতি দাম্পত্য বিবাদে জর্জরিত শোভন হঠাৎ করে দেবশ্রীকে আইনি চিঠি পাঠানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দেবশ্রীর সঙ্গে একসময় সেসব ছবি তুলেছিলেন তিনি। ২০১৭, ২০১৮ সালে ‘দেবশ্রী রায়’ নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেসব পোস্ট করা হয়েছিল। এ নিয়েই আপত্তি শোভনের! তিনি পাঠিয়েছেন আইনি নোটিশও। এতে বেশ বিরক্ত দেবশ্রী।

দেবশ্রী বলেন, আমার হাতে এতো সময় নেই এসব নিয়ে কথা বলার। আমার আইনজীবী আইন অনুযায়ী এর জবাব দেবেন।

অন্যদিকে শোভনের দাবি, ওই সব ছবি পোস্টের পেছনে ‘পরিকল্পিত চক্রান্ত’ রয়েছে।