দিঘলী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সেবাকে আরও গতিশীল এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য “আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগান বাস্তবায়নে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়ন (বিট নং-০৭) বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

আজ (০৬ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের আদালত কক্ষে বিট পুলিশিং শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন৷

এছাড়াও ১৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, ইউপি সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিট অফিসার প্রমুখ উপস্থিতি ছিলেন৷

এসময় বক্তারা, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যাশা করেন৷

সূত্রে জানা যায়, বিট পুলিশ নিজ এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য থাকার ফলে দ্রুত সেবা দেওয়া এবং অপরাধ নিবারণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে। দূর হবে পুলিশভীতি।