নিজস্ব প্রতিবেদক
পুলিশের সেবাকে আরও গতিশীল এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য “আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগান বাস্তবায়নে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়ন (বিট নং-০৭) বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
আজ (০৬ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের আদালত কক্ষে বিট পুলিশিং শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন৷
এছাড়াও ১৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, ইউপি সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিট অফিসার প্রমুখ উপস্থিতি ছিলেন৷
এসময় বক্তারা, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যাশা করেন৷
সূত্রে জানা যায়, বিট পুলিশ নিজ এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য থাকার ফলে দ্রুত সেবা দেওয়া এবং অপরাধ নিবারণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে। দূর হবে পুলিশভীতি।