ঠাকুরগাঁওয়ে চোরের সর্দার আমির গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চোরের সর্দার আমিরুল ইসলাম আমিরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আমিরের গ্রামের বাড়ি সন্ধারই আগাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশিচত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার যত চুরির ঘটনা ঘটেছে সবগুলোর মূল হোতা আমির। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় অভিযোগ রয়েছে। বাড়ির সদস্যদের চেতনানাশক মেডিসিন দিয়ে অজ্ঞান করে ঘরের স্বর্ণালংকারসহ বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট ও বিভিন্ন দোকানে চুরির ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কিন্তু আত্মগোপনে থাকার কারণে তাকে এতদিন ধরা সম্ভব হয়নি।

আমিরকে উত্তরবঙ্গের মধ্যে চোরদের মুল হোতা বা সর্দার বলা হয়। রংপুর বিভাগে মোটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরি চক্রের প্রধান হোতা তিনি। একটি সঙ্গবদ্ধ চোর চক্রের নিয়ন্ত্রকও তিনি।

গত দুই মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে অবশেষে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাণীশংকৈল অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যে সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও রাণীশংকৈল থানার চুরির ঘটনায় আরেকটি মামলা দিয়ে মোট আটটি মামলার অভিযোগে তাকে সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।