টানা সিরিজ জয়ের রেকর্ড ভারতের

নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড এখন ভারতের দখলে। ওয়েস্ট ইন্ডিজের উইন্ডিজের বিপক্ষে টানা সবচেয়ে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়ার পথে ভারত টপকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

২০০৭ সালে দেশের মাটিতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জেতার মাধ্যমে শুরু হয় ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সিরিজ জয়। এই সময়ে ক্যারিবীয়দের বিরুদ্ধে মোট ১২টি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। এর আগে কোনো দলই নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে টানা এতগুলো ওডিআই সিরিজ জিততে পারেনি।

ভারতের আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। বর্তমানে এই তালিকার ৩ নম্বরেও অবস্থান করছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৯ সাল থেকে ২০২২ পর্যন্ত টানা ১০টি সিরিজ জিতেছে পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতে এই তালিকার চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৯টি সিরিজ জিতে এই তালিকার পঞ্চম অবস্থানেও রয়েছে ভারত।

ছবি: সংগৃহীত
image_pdfimage_print